২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:১৬
আলিয়াকে চুমুতে আপত্তি ফাওয়াদেরও!!!
খবরটি শেয়ার করুন:

বোল্ড চরিত্রে অভিনয়ে আপত্তি নেই কিন্তু আলিয়ার ঠোঁটে চুমু খাওয়া বারণ। কিছুদিন ধরে বলিপাড়ার চলছে এই গুঞ্জন। ‘কাপুর অ্যান্ড সনস’ ছবির শুটিং ফ্লোরে একটি দৃশ্যে আলিয়াকে কিস করতে নারাজ হন ফাওয়াদ খান। জল্পনা ছড়ায়, নিজ দেশ পাকিস্তানে ভালো ভাবমূর্তি বজিয়ে রাখতেই অভিনেতার এই সিদ্ধান্ত। যদিও ফাওয়াদ বরাবরের মতো এখনও এই বিষয়ে মুখ খোলেননি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, করণের আগামী এই ছবিতে ‘গে’-এর চরিত্রে অভিনয় করছেন ফাওয়াদ। আর তাই সিনেমার কাহিনির অনুসারে আলিয়াকে কিস করতে চান না নায়ক।

ত্রিকোণ প্রেমের রোম্যান্টিক গল্প ‘কাপুর অ্যান্ড সনস’ নিয়ে হাজির করণ জোহার। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও ফাওয়াদ খানকে।

‘খুবসুরত’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। প্রথম ছবিতেই দর্শকদের মন কেড়ে নিয়েছেন তিনি। সেই সঙ্গে ধীরে ধীরে বলিউডের মাটিতে নিজের জায়গাও পাকা করে নিচ্ছেন নায়ক। ‘কাপুর অ্যান্ড সনস’-এর পাশাপাশি ধোনির জীবন নিয়ে তৈরি বায়োপিকে বিরাট কোহিলির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফাওয়াদকে। প্রিয়াঙ্কার বিপরীতে “ম্যাডামজি’ তেও অভিনয় করবেন তিনি।

error: দুঃখিত!