জীবন ঈশ্বরের এক অমূল্য দান। এই জীবন ধবংশ করার অধিকার মানুষের নেই। কেননা মানুষ জীবন দিতেও পারে না, নিতেও পারে না। আর নয় আত্মহত্যা, আমাদের অঙ্গিকার আত্মরক্ষা।
বর্তমানে ভোগ বিলাসিতার জগতে মানুষ দেহের সৌন্দর্য্যে বেশী নিমগ্ন। ১৫ আগস্ট শোককে শক্তিতে রুপান্তরিত করতে যুবশক্তি সমাজের ভবিষৎ এবং কর্মক্ষম নাগরিকদের নিয়ে গঠিত শুলপুর খ্রীস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন যারা তাদের সমাজের সমস্যাগুলোর স্থায়ী সমাধানের জন্য নিযুক্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ। জীবন ঈশ্বরের এক অমূল্য সম্পদ সমাজের সব স্তর থেকে কর্মক্ষম নাগরিক নিযুক্ত করে, ছাত্র ছাত্রী তরুণ তরুনীদের সমাজকে বিকাশ লাভের সুযোগ করে দেয়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল সারে ৪টা পর্যন্ত শুরপুর গীর্জা কমিউনিটি মিলনায়তনে শুলপুর মিশন ও শুলপুর খ্রীস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আর নয় আত্মহত্যা, আমাদের অঙ্গিকার আত্মরক্ষা ও যুবশক্তি সমাজের ভবিষৎ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিরাজদিখান শুলপুর গীর্জার ফাদার ড. লিন্টু ফ্রান্সিস ডিকস্তা। আরো বক্তব্য রাখেন খ্রীস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয় সাধারণ সম্পাদক অলড্রিন রোজারিও, ড. লিপি গ্লোরিয়া রোজারিও, দিলরুবা আক্তার, তানজিদা ইসলাম, জেমস সিমন দাস, উল্লাস গমেজ, নয়ন রোজারিও, ভিনসেন্ট প্রদীপ রোজারিও, স্বাগর বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ তার জনশক্তি দ্বারা পরিচালিত একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময়য় সম্পদ তার উদীয়মান যুবসমাজ। সারা দিনব্যাপী আয়োজিত ‘যুবশক্তি সমাজের ভবিষৎ’ সভাটির মুখ্য উদ্দেশ্য ছিল ছাত্র, ছাত্রী ও তরুণ সমাজের মধ্যে আত্মহত্মা না করে নিজেদের গুণাবান গড়ে তোলা, কিভাবে তারা নিজেদের পরিচালিত করবে এবং ভবিষ্যতে যোগ্য নেতা হিসেবে কর্মক্ষম নাগরিকদের নিয়ে একটি সমৃদ্ধিশালী দেশ গড়ে তুলবে।
২৫০ এরও বেশি ছাত্র, ছাত্রী ও তরুণ, যারা মূলত এই এলাকার বিভিন্ন গ্রামের থেকে ছাত্রছাত্রী তরুণ পেশাদার, যুবসমাজ, তরুণ উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উন্নয়নমূলক কর্মশালাটিতে অংশ নেয়।
সেমিনার সম্পর্কে খ্রীস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক অলড্রিন রোজারিও এবং ফদিার লিন্টু ফ্রান্সিস ডি কস্তা বলেন, কাজেই দেখা যাচ্ছে এলাকার উন্নয়নে ছাত্র, ছাত্রী ও তরুণ সমাজই বর্তমানে দেশের উদ্ভাবনের, মানবিক স্পন্দনের ও সামাজিক সমস্যা সমধানের এক বিরাট বিকল্প শক্তি। বিশেষ করে সমাজ যেখানে জরা গ্রস্থ ও অনেকটা স্থবির। সমাজের নেতৃত্ব যেখানে ক্ষমতা লিপ্সু, রাজনীতি যেখানে পথভ্রষ্ট, তারুন্য সেখানে আশা ভরসার স্থল। আজকের ১৫ আগস্টকে শোক থেকে শক্তিতে রুপান্তরিত হয়ে সুস্থ সবল, নির্ভীক, সৎ, আশাবাদী শুলপুরের খ্রিষ্টান পল্লীর স্বপ্নচারী তারুণ্যের জয় হোক।