মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন তার প্রতিদ্বন্দী আরেক কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেনের বিরুদ্ধে হত্যা করার হুমকি সহ নানা অভিযোগ তুলে বলেছেন, ‘মুন্সিগঞ্জ পৌরসভার মধ্যে আমিই একমাত্র অভাগা প্রার্থী। আমার পরিবার, আমার বাচ্চারা সহ নিরাপত্তাহীনতায় ভুগছে।’।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কাউন্সিলর প্রার্থী মামুন।
কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছি। বিগত সময়ে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন আমাকে নির্বাচন না করতে হুমকি দিয়েছিল। এমনকি গত ৩ জানুয়ারী আমাকে তার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
মামুন জানান, ১৪ জানুয়ারী নির্বাচনের প্রচারের জন্য ইদ্রাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাইকিং করার সময় মকবুল হোসেনের সমর্থকরা রিক্সা ভাংচুর ও মাইক ছিনিয়ে নেয় এবং আমার নির্বাচনীয় এলাকায় আমার উট পাখির পোস্টার ছিড়ে ফেলে।
তিনি দাবি করেন, গত ১৭ জানুয়ারী আমার স্ত্রী আকলিমা বেগম ভাইয়ের স্ত্রী ঝুনু বেগম, আমার বোন সুনিয়া আক্তার আরও কয়েকজন মহিলা মিলে আমার নির্বাচনী এলাকা হাটলক্ষীগঞ্জ এলাকায় ভোট চাইতে গেলে মকবুল হোসেনের সমর্থকরা পথরোধ করে গালিগালাজ শুরু করে। পরে তারা মহিলাদের মারধর করে।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে আমি আমার স্ত্রী সহ অন্যান্য কর্মী-সমর্থকরা খুব আতঙ্কের মধ্যে আছে। কোন প্রকার নির্বাচনী প্রচার, গণসংযোগ করতে পারছি না।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেন ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘এ ধরনের অভিযোগ ভিত্তা ও মিথ্যাহীন। কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন এর পেছন থেকে ইন্ধন দিয়ে কেউ কেউ আমার বিরুদ্ধে এসব বলাচ্ছে। মামুনের প্রচারণায় যদি সমস্যা হয় প্রয়োজনে আমি উদ্যোগ নিয়ে সমাধান করবো।’