২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:৪০
আমাদের টার্গেট এই নির্বাচন নয়- তৃনমূল বিএনপির অন্তরা হুদা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘এই নির্বাচনই যে আমরা টার্গেট করেছি তা নয় আমাদের ফিউচার আমরা পাঁচ বছর পর, দশ বছর পর দলটা যাতে একটা জায়গায় দাড়ায় সেটাই পরিকল্পনা।’ এ কথা বলেছেন মুন্সিগঞ্জ ১ আসনের তৃনমূল বিএনপির প্রার্থী অন্তরা সেলিমা হুদা।

গতকাল রোববার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অন্তরা হুদা বলেন, ‘এটা আমার জীবনের ফার্স্ট ইলেকশন। সেক্ষেত্রে আমার অনুভূতি খুবই স্পেশাল। আমি আশা করি মুন্সিগঞ্জ ১ আসনের ভোটাররা আমাকে সুযোগ করে দিবেন। আমি উনাদের জন্য কাজ করতে আগ্রহী। যদি সুযোগ দেন অবশ্যই ভালো কাজ করে দেখিয়ে দিবো।’

নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন করলে তৃনমূল বিএনপির নির্বাহী চেয়ারপারসন বলেন, ‘প্রচারণা এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। হলে এ বিষয়ে বোঝা যাবে। আশা করছি ভালো হবে। খালি আমার একটা জিনিস নিয়ে চিন্তা বিগত কয়েকটা ইভেন উপ নির্বাচনেও আমরা দেখেছি ভোটার আউটপুট খুব কম ছিলো। সো আমরা সেটা আশা করবো এবং চেষ্টা করবো আমাদের সংশ্লিষ্ট কতৃপক্ষকে বলবো উনারা যাতে এগুলো ব্যবস্থা নেয় এবং সব ভোটাররা যাতে ভোট দিতে আগ্রহী হয়।’

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোটের বিষয়ে জানতে চাইলে অন্তরা হুদা বলেন, ‘আওয়ামী লীগের সাথে এখনো কোন কথাবার্তা হয়নি। আমরা আমাদের দলের পরিচিতির জন্য, মার্কা পরিচিতির জন্য আমরা আগ্রহী ছিলাম। যেহেতু নতুন নিবন্ধিত দল। আমার বাবার দল-অনেক আগে থেকেই ঝুলে ছিলো কোর্টে এবং উনি মারা যাওয়ার ২-৩দিন আগে এটা নিবন্ধন পায়। সেক্ষেত্রে আমি উনার সন্তান হিসাবে আমার আশা ছিলো আমি দলটির পরিচিতি বাড়াই। এই নির্বাচনই যে আমরা টার্গেট করেছি তা নয় আমাদের ফিউচার আমরা পাঁচ বছর পর, দশ বছর পর দলটা যাতে একটা জায়গায় দাড়ায় সেটাই পরিকল্পনা।’

error: দুঃখিত!