২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:০৪
‘আভাস’ নিয়ে হরগঙ্গায় আসছেন তানযীর তুহিন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৭ নভেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে আসছেন বাংলা ব্যান্ড মিউজিক এর জনপ্রিয় শিল্পী তানযীর তুহিন ও তার হাতে গড়া নতুন ব্যান্ড ‘আভাস’।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে গান পরিবেশন করার কথা রয়েছে তাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পুরো অনুষ্ঠানটি ‘আমার বিক্রমপুর’ এর ফেইসবুক পেজ থেকে ‘লাইভ’ দেখা যাবে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনারও ‘আমার বিক্রমপুর’।

দেশের জনপ্রিয় ব্যন্ড ‘শিরোনামহীন’ এর প্রধান কণ্ঠশিল্পী ছিলেন তানযীর তুহিন। ‘বন্ধ জানালা’ আর ‘আবার হাসিমুখ’ এর মত গান জনপ্রিয় হয় তানযীর তুহিনের কারনেই।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবর মাসে শিরোনামহীন ব্যান্ড থেকে বের হয়ে যান দলটির ভোকাল তানযীর তুহিন। সেসময় তার এই সিদ্ধান্ত অবাক করে দেশের ব্যান্ড সংগীতের শ্রোতাদের। এরপর ২০১৮ সালে আভাস নামে একটি ব্যান্ড গড়েন তুহিন।

error: দুঃখিত!