গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানীচর গ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার কয়েক দফা গুলিবিনিময় ও সংঘষের্র ঘটনায় ২জন গুলিবিদ্ধসহ ৭জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হোসেন্দী ইউনিয়নের ইসমানীরচর গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুল হক মজনুর এক সমর্থকের বাড়ীতে আসার সংবাদ পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকরা তার বাড়ীতে হামলা চালায়।
এ সময় তারা ঐ ব্যক্তির বাড়ী ঘর ভাংচুর করে।
মিঠুর সমর্থকরা এসময় মাহাবুবুল হক মজনুর দুই সমর্থক রাসেল(২২) ও ফখরুদ্দিন (২৯) কে সামনে পেয়ে গুলি করে আহত করে এবং সাব্বির(২৩) নামে আরেক জনকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় অজ্ঞাত আরও চার জনে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের আত্মচিৎকারে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের উদ্ধার করে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে সাব্বিবের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
আহতদের নিজের সমর্থক বলে দাবী করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুল হক মজনু।
গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত সোমরার রাতে উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে নির্বাচনী সহিংসতায় হানিফ মিয়া (২৭) নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ সেখানে বাড়তি নিরাপত্তার কথা বললেও অাজ অাবার সেখানে সংঘর্ষ হয়েছে।