২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:৩১
আবদুল্লাপুরে ঐতিহ্যবাহী কাচ নৃত্য
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ এপ্রিল, ২০২২, রায়হান আহমেদ (আমার বিক্রমপুর)

বাংলা চৈত্র মাসের শেষ দিন ‘চৈত্র সংক্রান্তি’। যেহেতু বৈশাখকে আমরা বছর শুরুর মাস গুনি; সেহেতু চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন অতিক্রান্ত হলে একটি বঙ্গাব্দের সমাপ্তি ঘটে।

এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলাদেশে প্রাচীনকাল থেকে চলে আসছে নানা অনুষ্ঠান-পূজা-পার্বণ-মেলা। এটি একটি লোক উৎসব।

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আবদুল্লাপুরে গতকাল বুধবার ঐতিহ্যবাহী কাচ নৃত্য অনুষ্ঠিত হয়েছে। শত বছরের পুরনো এ কাচ নৃত্য লাল কাচ বা ঢোল কাচ হিসেবেও পরিচিত।

প্রতিবছর চৈত্র সংক্রান্তির আগের দিন এ কাচ নৃত্য হয়ে থাকে। এ বছর আবদুল্লাহপুর শ্মশানঘাটের পাশে লোকনাথ মন্দিরে লাল কাচ বা ঢোল কাচের আয়োজন করা হয়।

হাজার হাজার পুণ্যার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে আবদুল্লাপুরের লোকনাথ মন্দির প্রাঙ্গণে কাচ নৃত্য শেষে দলটি সেখানকার গোপাল সন্ন্যাসীর বাড়িতে যায়।

error: দুঃখিত!