১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৮:২৭
আপডেট: মুন্সিগঞ্জের করোনার খবর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ জুলাই, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ২৭ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২২৯৫ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার (৭ জুলাই) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৩ জন, টংগিবাড়ী উপজেলার ৪ জন, সিরাজদিখান উপজেলার ৪ জন, লৌহজং উপজেলার ৪ জন ও শ্রীনগর উপজেলার ২ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৯৭২২৬২৫২
গজারিয়া২৪১৯৫
টংগিবাড়ী২২০৬২
লৌহজং৩০৭১৪৬
সিরাজদিখান৩৪৮২৬৫
শ্রীনগর২০৭৯৫
 সর্বমোট- ২২৯৫সর্বমোট- ৫৫সর্বমোট- ৯১৫
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৭ জুলাই) ১১০৬১ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১০৭৮৮ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২২৯৫, মৃত ৫৫, সুস্থ ৯১৫ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৭৩ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।