মুন্সিগঞ্জ, ৯ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
গেল ৪ আগস্ট রাজধানী ঢাকার শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রলীগ/পুলিশের ছোড়া গুলিতে প্রাণ গেছে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক মিয়া শারিকের (২৮)।
আজ দুপুরে নিজ বাড়ির প্রাঙ্গনে ওই ছাত্রদল নেতার কবরে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ। এসময় জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নিহত শারিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।