৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:৩৭
আন্দোলনে শহীদ ছাত্রদল নেতার কবরে মুন্সিগঞ্জ বিএনপির শ্রদ্ধা-দোয়া
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

গেল ৪ আগস্ট রাজধানী ঢাকার শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রলীগ/পুলিশের ছোড়া গুলিতে প্রাণ গেছে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক মিয়া শারিকের (২৮)।

আজ দুপুরে নিজ বাড়ির প্রাঙ্গনে ওই ছাত্রদল নেতার কবরে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ। এসময় জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নিহত শারিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।

error: দুঃখিত!