২১ আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি আইভি রহমান স্মরণে মুন্সিগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যুব মহিলা লীগ, মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে মুন্সিগঞ্জ জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে শনিবার (২৪ আগষ্ট) বিকেলে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক বেগম মোরশেদা লিপি।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, জেলা পরিষদের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গোলাম রসূল সিরাজী রোমান, মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, গজারিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, পৌরসভার কাউন্সিলর হাজ্বী মোঃ জাকির হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক জিয়াসমিন আক্তার, যুগ্ম আহবায়ক রিমা আক্তার, শহর যুব মহিলা লীগের আহবায়ক আমেনা খাতুন পুষ্প, যুগ্ম আহবায়ক শম্পা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।