২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
অ্যান্ড্রয়েড স্মার্টফোন এনে তাক লাগিয়ে দিলেন অ্যাপলের সাবেক সিইও
খবরটি শেয়ার করুন:

ফোনের মূল্য যত কমতে থাকে তাদের ডিজাইনও তত খারাপ হতে থাকে। বাজারে থাকা অধিকাংশ স্মার্টফোনের বেলায় কথাটা সত্য হলেও ওবিআই ওয়ার্ল্ডফোন এর সহ-প্রতিষ্ঠাতা জন স্কালি এবং অ্যামুনেশন ডিজাইনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্রানার বলছেন ভিন্ন কথা। সম্প্রতি ওবিআই ওয়ার্ল্ডফোন উন্মুক্ত করতে যাচ্ছে তাদের নতুন ডিজাইনের দুটি মিড-লেভেল স্মার্টফোন, এসএফ১ এবং এসজে১.৫। দুটি ফোনের মুল্যই ২০০ ডলারের মধ্যে। আর চমৎকার এই নতুন ডিজাইনের ফোন দুটির প্রধান ক্রেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দশ থেকে পঁচিশ বছর বয়সী তরুণদেরকে।

aa

চমৎকার ডিজাইনের সাথে এ ফোন দুটিতে থাকছে শক্তিশালী হার্ডওয়্যার এবং চমকপ্রদ অনেক ফিচার (কোয়ালকম এবং মিডিয়াটেক প্রসেসর, সনি ক্যামেরা, কর্নিং গোরিলা গ্লাস এবং ডলবি সাউন্ড)। কিন্তু প্রতিষ্ঠানটি ফোনের যে ফিচারের উপর বেশি গুরুত্ব দিচ্ছে তা হল ফোনের ডিজাইন এবং অ্যান্ড্রয়েডের মডিফাইড ভার্শন।

ওবিআই এসএফ১ স্মার্টফোনের সংক্ষিপ্ত ফিচার তালিকা

  • 4G/এলটিই সাপোর্ট
  • ফাইবার গ্লাস বডি
  • ৫ ইঞ্চি ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ প্রসেসসর
  • এবং ফোনটির উভয় দিকের ক্যামেরার সাথে থাকছে ফ্ল্যাশ সুবিধা

ফোনটির ২ গিগাবাইট র‍্যাম এবং ১৬ গিগাবাইট স্টোরেজ এবং ৩ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজ ভার্শনের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৯৯ মার্কিন ডলার এবং ২৪৯ মার্কিন ডলার।

aa

অন্যদিকে অপেক্ষাকৃত কম মূল্যের ওবিআই এসজে১.৫ ফোনটিতে থাকছে কোয়াডকোর প্রসেসর এবং লাল, কালো, সাদা রঙের তিনটি আলাদা আলাদা কালার। ফোনটির মূল্য ধরা হয়েছে ১২৯ মার্কিন ডলার। দুটো ফনেই থাকছে একসাথে দুটো সিম ব্যবহারের সুবিধা। আপাতত ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কেনিয়া, নাইজেরিয়া, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইন্ডিয়া এবং তুরস্ক এ দেশগুলোতে অনলাইনের মাধ্যমে এবং সরাসরি দোকানেও কিনতে পাওয়া যাবে। আশাকরা হচ্ছে এবছরের অক্টোবরেই উন্মুক্ত করা হবে নতুন ডিজাইনের এ ফোনগুলোকে।

error: দুঃখিত!