৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:২৪
অাজ রাতে মুন্সিগঞ্জের কিছু পয়েন্টে বন্যার পানি বাড়তে পারে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগর, লৌহজং, টংগিবাড়ি, সদর উপজেলার পদ্মা তীরবর্তী বন্যাকবলিত অঞ্চলগুলোতে গতকাল বন্যার পানি সর্বোচ্চ মাত্রায় উঠেছে, ভাগ্যকুল পয়েন্টে বিপদ সীমার ৫১ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হয়।

আজ বিপদসীমার ৪৮ সে.মি. উপর প্রবাহিত হবে। ৩ সে.মি কম গতকালের চেয়ে।

আগামিকাল ২০ আগস্ট থেকে আরো পানি কমতে শুরু করবে।

এদিকে ধলেশ্বরী নদীতে পানি ক্রমেই বাড়ছে। তবে বিপদসীমা অতিক্রম করেনি।

আগামীকাল ধলেশ্বরীর রিকাবিবাজার পয়েন্টে বিপদসীমার ২৯ সে.মি. নিচ দিয়ে পানি প্রবাহিত হবে। আজ ৩১ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামি কয়েকদিন এরকমই থাকবে।

সূত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ১৯.৮.১৭

error: দুঃখিত!