২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৫:১০
অাচরণ বিধী লঙ্ঘনের চেষ্টা, রামপালে স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের লাঠিচার্জ
খবরটি শেয়ার করুন:

শিহাব অাহমেদঃ ইউনিয়ন পরিষদ নির্বাচন অাচরণ বিধী লঙ্ঘন করে বহিরাগত লোক দিয়ে শোডাউনের চেষ্টা কালে রামপালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাচ্চু শেখ ও তার অন্তত ২হাজার লোককে লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে অাইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অাজ বিকেল সাড়ে ৩টা’র দিকে রামপাল ইউনিয়নের তিনসিড়ি এলাকায় বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয় মাঠে বাচ্চু শেখ তার অনুগত প্রায় ২সহস্রাধিক লোকের সমাগম ঘটিয়ে সেখান থেকে বের হয়ে শোডাউনের চেষ্টা করে। এসময় বাচ্চু শেখ তার লোকজন নিয়ে বিদ্যালয় সংলগ্ন সড়কে এলে র্যাব ও পুলিশের কর্মকর্তারা তাদের সরে যেতে অনুরোধ করেন। এরপরও তারা শোডাউনের চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করতে বাধ্য হয় অাইনশৃঙ্ঘলা বাহিনী। এসময় বাচ্চু শেখ নিজেও লাঠিচার্জের স্বীকার হন। লাঠিচার্জের একপর্যায়ে সেখান থেকে সরে যেতে বাধ্য হন বাচ্চুর সমর্থকরা।

রামপালে অাওয়ামীলীগের প্রার্থী বাচ্চু শেখের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ অানার ২দিন পরেই এমন ঘটনা ঘটলো।

error: দুঃখিত!