মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর, ২০১৯, আরাফাত রায়হান সাকিব, (আমার বিক্রমপুর)
ভারত অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর গনহত্যা করছে অভিযোগ তুলে গনহত্যা বন্ধ ও সেনা প্রত্যাহারের দাবীতে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কাশ্মীর সংহতি পরিষদের ব্যাণারে মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে অংশ নেয় খতমে নবুওয়ত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সদস্য ও জেলার শতাধিক মাদ্রাসার শিক্ষক-ছাত্র সহ ৫শতাধিক মুসল্লী বৃন্দ।
মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর পীর আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশ্মীর সংহতি পরিষদের সদস্য সচিব মুফতি নূর হোসেন নূরানী।
প্রধান অতিথি মুফতি নূর বলেন, মুসলিমরা ৮শত বছর ভারত শাসন করেছে ইনসাফের ভিত্তিতে, সেসময় কোন ধর্মের মানুষের উপর জুলুম অত্যাচার ছিলো না। ভারতের বর্তমান নেত্রীবৃন্দকেও ইনসাফ ও সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। মুসলিম সহ সকল ধর্মের লোকের উপর রাষ্ট্রীয় জুলুম অত্যাচার বন্ধ করতে হবে। মুসলিমদের উপর অত্যাচার মেনে নেওয়া হবে না। অতিদ্রুত কাশ্মীরে সেনা প্রত্যাহার ও স্বায়ত্তশাসন ফিরিয়ে দিতে হবে। তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনি রোহিঙ্গাদের ইস্যুতে যে ভূমিকা দেখিয়েছেন তা বিশ্ব দরবারে প্রশংসনীয়। কাশ্মীর ইস্যুতেও মুসলিম দেশের নেতা হিসাবে ভারতের সাথে এর সুরাহায় নিয়মতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুস্তফাগঞ্জ মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা সাইফুল্লাহ, দেওভোগ মাদ্রাসার মোহতামিম নেছার আহমেদ, মিল্কিপারা মাদ্রাসার মোহতামিম আরিফুল ইসলাম মক্কী প্রমুখ।