১৭ মে ২০১৮, আমার বিক্রমপুর
শিহাব আহমেদঃ স্বামী হারিয়ে সন্তানদের ভবিষৎয়ের কথা চিন্তা করে সৌদি আরবে গিয়ে ২ বছরের মাথায় দেশে ফিরে এসেছেন মুন্সিগঞ্জের মিরকাদিমের এনায়েতনগর গ্রামের লামিয়া।
খোজ নিয়ে জানা গেছে, প্রায় ১০ বছর আগে স্বামী ছেড়ে চলে যায় লামিয়াকে। এরপর ৭ম শ্রেণীতে পড়ুয়া ১ ছেলে কে নিয়ে অর্থের অভঅব প্রকট আকার ধারন করলে স্থানীয় দালালের মাধ্যমে কোন টাকা-পয়সা ছাড়াই সৌদি আরব চলে যান লামিয়া।
কিছুদিন যেতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার কারন ষ্পষ্ট করে না বললেও লামিয়ার ধারনা তিনি ঘুমের মধ্যে ষ্ট্রোক করেছেন।
লামিয়া জানান, এরপর তার মনে হতে থাকে তার পা অবশ হয়ে গেছে এবং তিনি চলার মত কোন শক্তি পাচ্ছেন না।
তিনি য়েখানে কাজ করতেন তারা বিষয়টি বুঝলেও উন্নত চিকিৎিসার ব্যবস্থা না করে বাসায় বসিয়ে রেখে নিজেদের ইচ্ছেমতো ঔষুধ খাওয়াতেন তারা। এভাবে চলতে থাকলে অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা থেকে ২০১৮ সালের মার্চে দেশে ফিরে আসেন।
দেশে ফিরে এসে লামিয়া জানতে পারেন, তার মেরুদন্ডের ও পায়ের বেশ কিছু হাড়ে ক্ষত হয়েছে।
বর্তমানে লামিয়া বিভিন্ন উপায়ে নিজের চিকিৎসা ব্যায় বহন করছে।
লামিয়া বলেন, বিদেশ ফেরত ক্ষতিগ্রস্থদের জন্য সরকারের পক্ষ থেকে তৎক্ষনাৎ আর্থিক সহায়তার ব্যবস্থা থাকা উচিৎ।