২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৩২
অভিবাসন খাতকে টেকসই করার লক্ষ্যে মুন্সিগঞ্জে ওকাপের মতবিনিময় সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

অভিবাসন খাতকে টেকসই করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে সেবা প্রদানকারী সংস্থা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ।

গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সিগঞ্জ সদর ‍উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস উজ্জামান।

সভায় ওকাপের পরিচিতি ও কর্মপন্থা সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রহিম বাদশা, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের জরিপ কর্মকর্তা আলতাফ হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক মুন্সিগঞ্জ শাখার ম্যানেজার এস এম রানা, কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাউছার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অঞ্জলি রাণী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা আক্তার, , ওকাপের প্রজেক্ট অফিসার সাবিরা ফেরদৌসী স্বপ্না, ওকাপ মুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং, সাংবাদিক মাহবুব আলম জয়, শিহাব আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের ওকাপ ফোরামের সদস্যবৃন্দ।

error: দুঃখিত!