৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:২৩
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের পঁচিশতম সাহিত্য সভা অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৯ নভেম্বর, ২০১৯, শেখ রাসেল ফখরুদ্দীন (আমার বিক্রমপুর)

সাহিত্যের পাঠশালা অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের আয়োজনে পঁচিশতম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে ফরাশগঞ্জের মোহিনীমোহন দাস লেন ঢাকা কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

কথা সাহিত্যিক ঝর্না রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিক্রমপুর জাদুঘরের পরিচালক অধ্যাপক শাহজাহান মিয়া।

এবারের সাহিত্য সভার আলোচ্য বিষয় ছিলো বিক্রমপুরের লোকসাহিত্য।

সভায় লিখিত প্রবন্ধ পাঠ করেন মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক ইমদাদুল হক পলাশ ও লেখক শ্বাসত স্বপন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, খান নজরুল ইসলাম হান্নান, রবীন্দ্র গবেষক ডক্টর মো: জমির হোসাইন, রহমান মাস্টার সৃতি পাঠাগারের সভাপতি কোহিনূর বেগম, হেলেনা ইয়াসমিন, নাসির উদ্দিন জুয়েল, শিপন হোসেন মানব, আকলিমা বেগম, শামীমা নাসরিন, শেখ মাকসুদা আক্তার শিউলি, বলরাম মৃধা, মরিয়ম জুলিও বাবুল হোসাইন সোহাগ প্রমুখ।

error: দুঃখিত!