২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৬:৫৫
Search
Close this search box.
Search
Close this search box.
ভারত-পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত নাজুক: ট্রাম্প
খবরটি শেয়ার করুন:

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ অবহিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিদ্রুত এ পরিস্থিতির সমাধান চেয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুত ভারত-পাকিস্তানের মধ্যে বন্ধুত্যপূর্ণ সম্পর্ক দেখতে চায়। খবর ভয়েস অব আমেরিকার।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডোনাল্ড ট্রাম্প বলেন, পুলওয়ামা হামলার পর বিগত ১০ দিনে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। আমেরিকা এ বিরোধপূর্ণ সম্পর্কের অবসান চায়। কাশ্মীরের বিষয়টি নিয়ে উভয়দেশেই উত্যপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

আমরা উভয়পক্ষের সঙ্গেই সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পাক-মার্কিন সম্পর্কের ব্যাপারে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, অল্প সময়ের মধ্যে আমাদের সম্পর্ক অনেক এগিয়েছে। এ সংকট নিরসনে পাকিস্তান সরকারের সঙ্গে অতিশীগ্রই বসার সম্ভাবনা রয়েছে বলেও জানান ট্রাম্প।

error: দুঃখিত!