১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৭:৪৭
মোল্লাকান্দি থেকে ৬টি চকলেট বোম, গ্যাস লাইটারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর এলাকাটিতে অভিযান চালিয়ে ৬টি চকলেট বোম, ৩টি গ্যাস লাইটারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম।

আজ শনিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের নোয়াদ্দা লোহারপুল এলাকায় অভিযান পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

সদর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জিসান দেওয়ান (১৯) ও জুবায়ের আহমেদ ফাহিম (১৬)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৬টি চকলেট বোমা, ৩টি গ্যাস লাইটার ও তাদের ব্যবহৃত ১টি অ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। কাল তাদের আদালতে প্রেরণ করা হবে।