মুন্সিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ২০২৫, আপন সরদার, টংগিবাড়ী (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের দুইটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ভুক্তভোগীদের দাবি, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।
শুক্রবার দিনগত মধ্যরাত আড়াইটার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাতুল্লা গ্রামে হঠাৎ এই আগুন লাগে। পানির উপর পাটাতন দিয়ে নির্মিত নুর ইসলাম হাওলাদার ও তার ছোট ভাই মনির হাওলাদারের বসতবাড়িতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
টংগিবাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও তার আগেই দুইটি টিনশেড বারান্দা, বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ সর্বমোট প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।