মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মদপানে ৫ জনের মৃত্যুর পর মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের গাজী বাড়ী ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলদী বাজারে ওয়ালটনের শোরুমের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের সচেতন স্থানীয় জনগণ। এর আগে ৫ সেপ্টেম্বর রাতে কাঠাদিয়া গ্রামে এক বিয়েবাড়িতে বিষাক্ত মদপানে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হলে এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
এসময় বক্তারা বলেন, মাদক সমাজ ও যুব প্রজন্মকে ধ্বংস করছে। অবিলম্বে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে। বিষাক্ত মদপানে পাঁচজনের অকাল মৃত্যু পুরো ইউনিয়নের মানুষকে শোকাহত করেছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
বক্তব্য রাখেন, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল বেপারী, টংগিবাড়ী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা রনি গাজী, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা খালেক বেপারী, শাজাহান বেপারী, জিলু গাজী, এড. আব্দুল হালিম, বাবুল মাস্টার, যুবদল নেতা মোহাম্মদ আলম, সমাজসেবক আব্দুল হক মাদবর ও বিপু মাদবর প্রমুখ।
রনি গাজী তার বক্তব্যে বলেন, আমাদের ইউনিয়নকে মাদকমুক্ত করতে হবে। ৫ তারিখে কাঠাদিয়ায় পাঁচজনের অকাল মৃত্যু আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই যেন এলাকায় মদ, গাঁজা, ইয়াবাসহ সব ধরনের মাদক ব্যবসা বন্ধ হয়। না হলে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাবে।
অন্যান্য বক্তারাও একই দাবি জানান এবং মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।