সকাল থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে নদী বিধৌত জেলা মুন্সিগঞ্জে। এতে ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ সোমবার রাত ৯টায় মুন্সিগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৬০ শতাংশ।
এদিকে, হঠাৎ রোদের তাপ ও ভ্যাপসা গরমে গরম পড়ায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমিকরা।
শহরের একজন অটোরিকশা চালক হানিফ ঢালী বলেন, অনেক দিন পর আজ রোদের তীব্রতা ছিল অনেক। ভ্যাপসা গরম পড়ছে।
নাছির হাসান নামের এক চা দোকানি বলেন, ভ্যাপসা গরম পড়ছে। অনেকদিন গরম বোঝা যায়নি। তবে আজ একটু পরপরই শরীর দিয়ে ঘাম পড়ছে। বাতাসের সামনে ছাড়া থাকে যাচ্ছে না।