২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:৩৭
মুন্সিগঞ্জে পূর্ব শত্রুতা নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ সমর্থকদের সাথে সংঘর্ষে বিএনপি সমর্থকসহ অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ৭ থেকে ৮টি বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

আজ বুধবার সন্ধ্যায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলেন, শুক্কুর আলী, আসিফ, নুর ইসলাম, জান্নাত, শাহাদাত। হামলায় আহতদের অধিকাংশই বিএনপি নেতাকর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে হোসেন্দী ইউনিয়নের চর বলাকি গ্রামের বিএনপি নেতা মাহফুজ, আনারসহ কয়েকজনের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু, যুবলীগ নেতা নাজমুল ইসলামসহ কয়েকজনের বিরোধ ছিল। ইতোপূর্বে একাধিকবার এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থিত গ্রুপটির হামলায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন।

হামলায় আহত বিএনপি কর্মী শুক্কুর আলী বলেন, আজ সন্ধ্যায় আমরা কয়েকজন বিএনপি নেতাকর্মী স্থানীয় পার্টি অফিসে বসে ছিলাম। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মন্টু, গিয়াসসহ কয়েকজন ঈদগাহ মাঠে লোকজন জড়ো করতে থাকে। একপর্যায়ে বহিরাগত লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা আমাদের পার্টি অফিসে হামলা করে। পরবর্তীতে বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়। এ সময় আতঙ্ক তৈরি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে তারা।

তিনি আরও বলেন, আহতদের গ্রাম থেকে বের হতে দিচ্ছে না সন্ত্রাসীরা। আমরা কয়েকজন অনেক কষ্ট করে গ্রাম থেকে বের হয়ে হাসপাতালে এসেছি। হামলায় আহত আসিফ এবং নুর ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমরা পলাতক। আমরা এলাকায় গিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করব এটা কি বিশ্বাসযোগ্য কথা? ইতোপূর্বে তারা নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। আজকেও তারা এরকম একটি নাটক সাজিয়েছে। তাদের হামলায় আমাদের অনেক লোকজন আহত হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মন্টু, গিয়াস, নাজমুল ইসলাম ও তাদের সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আমরা খবর পেয়েছি অন্তত ৭/৮জন বিএনপি নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। হামলায় আহত হয়ে যারা চিকিৎসা গ্রহণ করতে গ্রামের বাহিরে যেতে চাইছে তারা তাদেরকেও বাঁধা দিচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানাই।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান বলেন, আমাদের হাসপাতালে এখন পর্যন্ত শুক্কুর আলী নামে একজন রোগী এসেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে এখানে ভর্তি রেখেছি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের খবর পেয়েছি আমরা। শুনেছি এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

প্রসঙ্গত; এর আগে চলতি বছরের ৫ এপ্রিল চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন আহত হয়। এ সময় ৮টি বসতঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।