২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১২:০২
মুন্সিগঞ্জে গাঁজা, ফেনসিডিলসহ সাড়ে ১৯ লাখ টাকার মাদক ধ্বংস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ আদালতে চলমান ১৮ টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার সন্ধা ৬ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে এসব মাদক ধ্বংস করা হয়।

এসময় আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাসের উপস্থিতিতে ৩০ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ৩৬৩ বোতল ফেনসিডিল, ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট ৭টি চায়না দুয়ারী জাল সহ আড়াইশো এমএল বিদেশী মদ ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত এসব আলামতের মূল্য প্রায় সাড়ে ১৯ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।