মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ আদালতে এসে বাদীর দায়ের করা মামলায় আসামিরা আদালত হতে জামিনপ্রাপ্ত হয়ে আদালত প্রাঙ্গণেই বাদীপক্ষকে মারপিট করার দায়ে রাইসুল ইসলাম নামে একজনকে ৩ দিনের ও শাকিলা আক্তার নামের অপর একজনকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামি রাইসুল ইসলাম (৩০) গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের ইসমাইলের ছেলে ও শাকিলা আক্তার (৩২) একই উপজেলার বালুয়াকান্দি গ্রামের ইন্দিরা আলীর মেয়ে।
আদালত সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের জগির মিয়ার কন্যা জাকিয়া আক্তার (২৯) বাদী হয়ে শাকিলা আক্তার সহ ৫ জনের নামে গজারিয়া আমলী আদালতে মামলা করেন। ওই মামলায় আসামিরা আদালতের সমন প্রাপ্ত হয়ে মঙ্গলবার আদালতে সেচ্ছায় আত্মসমর্পন করলে আদালত শুনানী শেষে তাদের জামিন দেন। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে বাদী জাকিয়া আক্তার আদালত প্রাঙ্গণে গেলে সেখানে আসামি শাকিলা ও তার সহযোগী রাইসুল ইসলাম বাদীর উপর হামলাসহ মারপিট করেন।
এ ঘটনা দেখে তাৎক্ষনিক আদালতে ডিউটিরত পুলিশ এসে বাদীকে উদ্ধারসহ শাকিলা ও রাইসুলকে ওই বিচারিক আদালতে নিলে আদালতের বিচারক মো. আশীকুর রহমান সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে আসামিদের সাজা প্রদান ও কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী রাজিব বর্মন এসব তথ্য নিশ্চিত করেন।