মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর ফাইনালে মুন্সিগঞ্জ পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মিরকাদিম পৌরসভা।
আজ বুধবার বিকালে শহরের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। জমজমাট খেলাটি উপভোগ করেন হাজার হাজার দর্শক। খেলায় নির্ধারিত সময় দুইদল গোল শূন্য থাকায় পরে ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। এতে জয় পায় মিরকাদিম পৌরসভা।
খেলা শেষ বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও ১ লাখ টাকা ও রানার্স আপ দলকে ৫০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
অতিথি হিসাবে অনুষ্ঠানে ছিলেন, সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, শহিদ পরিবারের সদস্যগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।