১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | ভোর ৫:৩৩
গুলি করে প্রেমিকাকে হত্যার রহস্য উদঘাটন করা ইয়াসিন পেলেন রাষ্ট্রপতি পদক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সারাদেশে আলোচিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলি করে প্রেমিকাকে হত্যার রহস্য উদঘাটনসহ আসামি গ্রেপ্তার করে প্রশংসা কুড়ানো মুন্সিগঞ্জ জেলা পুলিশের সাব-ইন্সপেক্টর মো. ইয়াসিন আহমেদ (৩২) রাষ্ট্রপ্রতি পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন।

গত ২৯ এপ্রিল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইয়াসিন আহমেদের হাতে পিপিএম পদক তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সূত্রবিহীন মামলার রহস্য উদঘাটনে বিশেষ দক্ষতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ এই স্বীকৃতি দেয়া হয়েছে। ২০২৪ সালে জেলায় আলোচিত ৪টি ক্লু লেস হত্যাকাণ্ড, ৩টি ডাকাতিসহ বিভিন্ন থানার মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে ভূমিকা রেখেছেন এই সাব-ইন্সপেক্টর।

মো. ইয়াসিন আহমেদ ঢাকা জেলার দোহার থানার বাসিন্দা। মুন্সিগঞ্জে তিনি প্রায় দেড় বছর ধরে চাকরি করছেন।

প্রসঙ্গত; গত বছরের ৩০ ডিসেম্বর ভোরবেলা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে সাহিদা বেগম নামক একজন নারীকে উপর্যুপরি গুলি করে নৃশংসভাবে হত্যা করার রহস্য উদঘাটন করাসহ বিশেষ উদ্যোগ গ্রহণের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িত পলাতক একমাত্র আসামি তৌহিদ শেখ তন্ময়কে বরিশাল থেকে গ্রেপ্তার করেন সাব-ইন্সপেক্টর মো. ইয়াসিন আহমেদ।