২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৩৯
গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন।

শুক্রবার সকাল নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি ও সন্ধ্যা ছয়টায় ভবেরচর কলেজ রোড এলাকায় পৃথক ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গজারিয়ায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের অহিদ মিয়ার ছেলে পুলিশ কনস্টেবল জিলু মিয়া (৪২) ও একই ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে ওয়াজ কুরুনী (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল নিয়ে নিজ গ্রাম গজারিয়া উপজেলার রসুলপুরে আসছিলেন পুলিশ সদস্য জিলু মিয়া। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় আসলে চট্টগ্রামগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশের ছিটকে পড়ে এবং চালক জিলু মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে বিকালে ছয়টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনে ভবেরচর কলেজ রোড এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেনী থেকে ঢাকাগামী ‘ড্রিম লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওয়াজ কুরুনী নামে একজন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত লোকমান নামে একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘নিহতের একজনের লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে অপরজনের লাশ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে। ভবেরচর কলেজ রোড এলাকার ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে জনতা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’।