১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৩৮
এইচএসসিতে মুন্সিগঞ্জে পাসের হার ৭৭.৬, জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলার মোট ৭ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৫৬৮ জন পাস করেছে, আর অকৃতকার্য হয়েছে ১ হাজার ৬০৩ জন।

জেলায় পাসের হার ৭৭ দশমিক ৬ শতাংশ ও অকৃতকার্য হয়েছে ২২ দশমিক ৪ শতাংশ।

জেলায় মোট ১৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১ দশমিক ৯৫ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মানবিক বিভাগে অংশগ্রহণকারী সর্বাধিক, তবে পাশের হার তুলনামূলকভাবে কম। বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, এবং জিপিএ-৫-ও সর্বাধিক এই বিভাগেই।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে শীর্ষে সরকারি কলেজগুলো

মুন্সিগঞ্জে এ বছর জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছে সরকারি কলেজগুলো। জেলার মধ্যে সরকারি হরগঙ্গা কলেজ শীর্ষস্থানে রয়েছে। কলেজটির বিভিন্ন বিভাগ মিলে মোট ৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে বিজ্ঞান বিভাগেই রয়েছে ৩০ জন।

এ ছাড়া লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ, শ্রীনগর সরকারি কলেজ, মালখানগর কলেজ এবং প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজও এ বছর উল্লেখযোগ্য ফলাফল করেছে।

বিজ্ঞান বিভাগে সর্বাধিক ৬০ জন, মানবিক বিভাগে ৪৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শিক্ষা বোর্ডের হিসাব অনুযায়ী, এ বছর মুন্সিগঞ্জে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নেয়। মোট ৪ হাজার ২৭৫ জন পরীক্ষার্থী মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে, এর মধ্যে পাস করেছে ২ হাজার ৮৮৭ জন এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ৩৮৮ জন। জিপিএ-৫ অর্জন করেছে ৪৩ জন শিক্ষার্থী।

ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেয় ২ হাজার ৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৬৫৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৪২৯ জন। এ বিভাগ থেকে মোট ৩৭ জন জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে বিজ্ঞান বিভাগে মোট ৮১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭১৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৯৮ জন। সর্বাধিক ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে এই বিভাগ থেকেই।

সব মিলিয়ে তিনটি বিভাগে মোট ৭ হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৫৬৮ জন পাস করে এবং ১ হাজার ৬০৩ জন অকৃতকার্য হয়।