১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ১১:০০
হোটেলে রিয়া মনি, সহ্য করতে না পেরে যা লিখলেন হিরো আলম
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ আগস্ট ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

সম্পর্কের টানাপড়েন, ঝগড়া, বিচ্ছেদের পথে হাঁটা। আবার বিবাদ ভুলে কাছে আসা। গত কয়েকমাস ধরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই। তবে এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন হিরো আলম নিজেই—তিনি অভিযোগ করেছেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে এক হোটেলে কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন।

গত বুধবার (৬ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্টে হিরো আলম এই অভিযোগ তোলেন। শুধু তাই নয়, তিনি রিয়া মনি ও ম্যাক্স অভির একসঙ্গে থাকা কিছু ছবি ও হোটেল কক্ষের একটি ভিডিও-ও শেয়ার করেন। এতে শুরু হয় তুমুল আলোচনার ঝড়।

হিরো আলম ফেসবুকে লেখেন, ‘রিয়া মনি ম্যাক্স অভি ছবি আবারো কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’ এই পোস্টের পর আবারও হিরো আলম একাধিক পোস্ট করেন দুজনকে নিয়ে। যেখানে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।’ সঙ্গে হোটেল রুমের একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম।

পরবর্তী একটি পোস্টে তিনি লেখেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়েই। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। আজ কক্সবাজারে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।’

এদিকে গতকাল রাতে কক্সবাজারের সৈকতের আশেপাশে রিয়া মনির সঙ্গে এক যুবকের চলাফেরা নজরে এসেছে।

প্রসঙ্গত, গত মাসে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আত্মহত্যা চেষ্টার আগে তার তৃতীয় স্ত্রী রিয়ামনির নামে মামলা করেছিলেন হিরো আলম। তবে সব বিভেদ ভুলে আবারও এক হয়েছিলেন। কিন্তু মাস পেরোতেই আবারও আলোচনায় হিরো আলমের স্ত্রী রিয়ামনি। কিন্তু সর্বশেষ কক্সবাজারে ‘প্রেমিকের সঙ্গে রাত কাটানো’ অভিযোগের পর আবারও এই দম্পতিকে ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।