৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখান উপজেলায় করোনার টিকা দেয়া শুরু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ জুলাই, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে দেড় মাস পর উপজেলা পর্যায়ে টিকা দেওয়া শুরু হয়েছে।

গতকাল সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। প্রথমে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদকে টিকা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা জানান, গত ২৭ মে থেকে টিকা দেয়া বন্ধ হয়ে যায়। আজ (সোমবার) থেকে সরকারের নির্দেশনায় আবার টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে।

সিনোফার্ম ভেরোসেল ২ হাজার ৮শত টিকা এ উপজেলায় পেয়েছি। যা ২ হাজার ৮শত জনকে ডাবল ডোজ দেওয়া হবে। মোবাইল ফোনে ম্যাসেজ পেয়েছেন যারা তারা এ টিকা দিতে পারবেন। দেওয়া পরবর্তি ৪ সপ্তাহ পর ২য় ডোজ পাবেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকা দেওয়া হবে শুধু সরকারি ছুটির দিন ও শুক্রবার ব্যাতিত। গতকাল দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত আমারা ১৫৫ জনকে টিকা দিয়েছি, কার্যক্রম চলমান আছে।

উল্লেখ্য, গতকাল পর্যন্ত এ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ শত ৬১ জন, আর মৃত্যুবরণ করেছেন ৯ জন। এছাড়া বর্তমানে এ উপজেলায় আক্রান্তের হার ৪৫ শতাংশের বেশি।

error: দুঃখিত!