১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৫৭
শ্রীনগরে আওয়ামী লীগ নেতার নগদ অর্থ ও শাড়ি বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুজিববর্ষ উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের পক্ষ থেকে শ্রীনগরে নগদ ৭ লক্ষ টাকা ও ১৪০০ পিছ শাড়ী বিতরন করার উদ্যেগ নেওয়া হয়েছে।

উপজেলার ১৪টি ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাও বাস ষ্টান্ডের পাশে ১০০ জন নাড়ীর মাঝে নগদ টাকা ও শাড়ী বিতরন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উগজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

সম্মানিত বিশেষ অতিথি, সেলিম আহমেদ ভূঁইয়া সহ সভাপতি শ্রীনগর উগজেলা আওয়ামী লীগ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরুল ইসলাম সহ সভাপতি শ্রীনগর উগজেলা আওয়ামী লীগ, ইকবাল হোসেন জেলা পরিষদ সদস্য, আবু হানিফা মোহাম্মদ নোমান প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রীনগর উগজেলা আওয়ামী লীগ, আনোয়ার হোসেন খাঁন আহব্বায়ক মুক্তিযোদ্ধা সংসদ, জহিরুল হক নিশাত সিকদার সভাপতি শ্রীনগর উগজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ, মনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক শ্রীনগর উগজেলা কৃষক লীগ, মিথুন সদস্য সচির মুক্তিযাদ্ধা সন্তান সংসদ কমান্ড, আক্তার হোসেন আকাশ ও জাহিদুল ইসলাম সদস্য শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ।শুক্রবার বিকেলে ৫টায় কুকুটিয়া ইউনিয়নে ও বিতরনের সময় দেওয়া আছে।

error: দুঃখিত!