মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও লৌহজং উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব শাহজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার উপজেলার বেঁজগাও ইউনিয়ন কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স ঈদগাহে এই কর্মসূচি হয়।
বিএনপির রাজনীতিতে শাহজাহান খানের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলমকে আহবায়ক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাককে সদস্য সচিব করে থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে আলহাজ্ব শাহজাহান খান স্মৃতি সংসদ নামে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।
জুলাই ২৪ গণঅভ্যুত্থান চলাকালীন সময় স্ট্রোক করে ১৭-১৮ দিন অজ্ঞান থাকা অবস্থায় ৭ আগষ্ট মারা যান শাহজাহান খান।
তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আদর্শবান ও সর্বজন সমাদৃত একজন রাজনীতিবিদ ছিলেন। ৯০ দশক থেকে নিজ উদ্যোগে লৌহজং উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে জড়িয়ে আছে তার নাম।
প্রকৌশলী মো. মাহবুব আলমের সভাপতিত্ব ও ওমর ফারুক অবাক এর সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মিরকাদিম পৌরসভার সভাপতি মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সালাম মোল্লা, খপিদির পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আরিফুজ্জামান লাভলু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান খান, লৌহজং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন খান, থানা বিএনপির সদস্য আব্দুল লতিফ ঢালী, কনকসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরমান খান পান্নু, বেঁজগাও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের মৃধা, বৌলতলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফিরোজ মিয়া, খিদিরপাড়া বিএনপির সদস্য সচিব শান্ত পাঠান, মেদেনীমন্ডল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল জলিল জুয়েল, লৌহজং তেউটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির সিকদার, মাহবুব আলম টিটু, ইকবাল হোসেন বেপারী, বিএনপি নেতা মোয়াজ্জেম বেপারী, সেকান্দর খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক রাসেল, উপজেলা তাতী দলের সভাপতি আক্তার হোসেন সিকদার, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নার্গিস আলম, যুবদল নেতা মিঠু শেখ, লিটন সরদার, সেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, আজিম শেখ, শ্রমিকদল নেতা বাচ্চু হাওলাদার, বাদশাহ খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেন রনি।
আরও বক্তব্য রাখেন, শওকত সোসেন বেপারী, নুর মোহাম্মদ খান, শহীদুল হক খান, শাহ আলম খান, এফতেখারুল আলম রিপন, বিএনপি নেতা ইলিয়াস শেখ, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম শিপন, ওরম ফারুক, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, হাসান ঢালী, মিঠুর রহমান বেপারী, আল মামুন।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন বিএনপিতে যারা ভালো কাজ করবেন, সমাজের জন্য দৃষ্টান্তমূলক কাজ করেন মৃত্যুর পরে তাদের স্মরণীয় করে রাখার দায়িত্ব আমাদের সবার। এতে করে অন্যান্য রাজনীতিবিদরা উৎসাহিত হবেন।
অনুষ্ঠানে দোয়া শেষে উপস্থিত প্রায় আড়াই হাজার লোকের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।