মুন্সিগঞ্জ, ২০ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী ও তালতলা-ডহুরি খালে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি ভরাটের অপরাধে ছয়জনকে মোট চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন লৌহজং উপজেলা সহকারিকমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল ইমরান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শরিয়তপুরের নওপাড়া এলাকার মালেক (৩৫) তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড। লৌহজংয়ের বেজগাঁও এলাকার মো. স্বপন (৪৬), তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড। লৌহজংয়ের বেজগাঁও এলাকার রাজিব মল্লিক (৩৫), তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, লৌহজংয়ের কনকসার এলাকার মো. অপু ঢালী (২৫), তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড। একই এলাকার নাজমুল শিকদারকে (২৭) ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড ও ঝিনাইদহের মহাদেবপুর এলাকার রাহেন উদ্দিনকে (৩৫) ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।
অভিযানকালে পদ্মা নদী ও তালতলা-ডহুরি খাল থেকে একাধিক অবৈধ ড্রেজারও জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘অবৈধ ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। নদী ও ফসলি জমি বাঁচাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’
স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রতি বছর এলাকাবাসীকে ভাঙন আতঙ্কে জীবনযাপন করতে হয়। এর ফলে একদিকে যেমন পদ্মার চর ও ফসলি জমি হারিয়ে যাচ্ছে, অন্যদিকে আশপাশের বসতবাড়িও ঝুঁকিতে পড়ছে।