মুন্সীগঞ্জে রেসিডেন্সিয়াল মডেল কলেজ সেরা
মীর নাসির উদ্দীন উজ্জ্বল: ২০১৫সালের এইচএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জে বরাবরের মত এবারও সেরা হয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড: ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজ।এ কলেজে এবার ১২৯ পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন পাস করেছে। সে হিসেবে পাসের হার ৯৮ শতাংশ। এ+ পেয়েছে ২২ জন। ৫৪ জন পেয়েছে এ গ্রেড।
6
মীর নাসির উদ্দীন উজ্জ্বল: ২০১৫সালের এইচএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জে বরাবরের মত এবারও সেরা হয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড: ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
এ কলেজে এবার ১২৯ পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন পাস করেছে। সে হিসেবে পাসের হার ৯৮ শতাংশ। এ+ পেয়েছে ২২ জন। ৫৪ জন পেয়েছে এ গ্রেড।


