১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:৩৯
মুন্সিগঞ্জ শহরে দুই ব্যক্তির কাছে মিললো রামদা- চাইনিজ কুড়ালসহ ১৭ দেশীয় অস্ত্র
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে রামদা, ছেনদা ও চাইনিজ কুড়ালসহ ১৭ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈখর অনির্বাণ ঈদগাহ মাঠের পশ্চিম পাশে ঈদগাহের মাঠের উপর গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বাবু মোল্লাকে ধরতে অভিযান চালানো হয়। এসময় বাবু কৌশলে পালিয়ে যায়।

পরে তার দুই সহযোগী ও অবৈধ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বৈখর এলাকার কাজল শিকদার (৩৫) এবং নয়াকান্দি এলাকার আবির আহমেদকে (২৭) আটক করে ঘটনাস্থল হতে তল্লাশির মাধ্যমে ১৭ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনাস্থল হতে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে মারামারিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনায় ব্যবহৃত হতো।

সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর, মুন্সিগঞ্জ জেলার মোতায়েনকৃত সদর সেনা ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বলা হয়, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।