২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১:১১
মুন্সিগঞ্জ লাজফার্মায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের লাজফার্মায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার দুপুর দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত শহরের বাগমামুদালিপাড়া এলাকায় প্রতিষ্ঠানটিতে এই অভিযান চলে।

এসময় দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। পরে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাছিম উদ্দিন কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে প্রদর্শন ও সংরক্ষণ না করবার নির্দেশ দেয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা, সদর উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম ও মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।