১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ১০:০৮
মুন্সিগঞ্জে ৪৩ পোটলা গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে ধরলো সেনাবাহিনী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৪৩ পোটলা গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার মালখানগর বাজার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে মনির হোসেন শেখকে (৪৫) ৪৩ প্যাকেট (পুরী) গাঁজা (যার আনুমানিক বাজার মূল্য ৪ হাজার ৫০০ টাকা) এবং গাঁজা বিক্রয়ের নগদ ৫ হাজার ৭৩০ টাকাসহ আটক করা হয়।

সেনাবাহিনীর সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর, মুন্সিগঞ্জ সেনা ক্যাম্প এই অভিযান করে।

মনির হোসেন সিরাজদিখান উপজেলায় অবৈধ মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত, এছাড়াও তার নামে পূর্বে সিরাজদিখান থানায় অবৈধ মাদক আইনের ৫টিরও বেশী মামলা রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়- আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য সিরাজদিখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।