মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় সেলাই মেশিনে কাজ করার সময় সাপের কামড়ে প্রাণ গেছে এক গৃহবধুর।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
নিহত গৃহবধূ সুলতানা রাজিয়া (৪০) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামের ভাড়াটিয়া শফিকুল ইসলামের স্ত্রী। কুমিল্লার গৌরপুর তাদের স্থায়ী নিবাস।
নিহতের স্বজন মো. হুমায়ুন জানান, শনিবার সকাল দশটায় বসতবাড়ির পাশের আরেকটি বাড়িতে গিয়ে সেলাই মেশিনে কাজ করার সময় বিষধর একটি সাপ ওই গৃহবধূর পায়ে কামড় দেয়। প্রথমে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলে ওই কবিরাজ বিষয়টি গুরুতর নয় বলে জানান। কিন্তু তার শরীরের অবস্থা মুহুর্তেই খারাপ হয়ে পড়ায় বেলা ১১টার দিকে নিয়ে যাওয়া হয় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় ওই গৃহবধূর।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক খন্দকার আরশাদ কবির এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই গৃহবধূকে হাসপাতালে আনার পর এন্টিভেনম দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়। কিন্তু স্বজনরা তাকে তাড়াহুড়া করে বের করে নিয়ে যান। পরে তার মৃত্যুর খবর পেয়েছি।