১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ১০:৩৬
মুন্সিগঞ্জে কলাবাগানে পড়েছিল নিখোঁজ কৃষকের মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকায় একটি কলাবাগান থেকে আয়নাল হক (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আজ রোববার সকালে পূর্ব আটপাড়া গ্রামে নিজ বসতবাড়ির পাশে কলাবাগানে পাওয়া যায় মরদেহটি। মৃত আয়নাল হক ওই এলাকারই বাসিন্দা।

নিহতের স্ত্রী শাহিদা বেগমের বরাতে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, গতকাল শনিবার রাত আটটার পর থেকে আয়নাল হক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সকালে স্থানীয়রা বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

ওসি আরও বলেন, মরদেহের শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।