১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ১০:২২
মুন্সিগঞ্জে শিয়ালের কামড়ে অসুস্থ যুবকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে শিয়ালের কামড় দেওয়ার ৬ মাস পর সাগর শেখ (১৬)নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিনগত রাত ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরে আজ মঙ্গলবার সকাল ১০ টায় উত্তর নশংকর হাওলাদার বাড়ি জামে মসজিদ মাঠে নিহতের নামাজের জানাজা শেষে নশংকর সামাজিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

সাগর উপজেলার কামারখাড়া ইউনিয়নের নশংকর গ্রামের রাসেল শেখ এর ছেলে। চার ভাই বোনের মধ্যে সাগর ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাগরের প্রতিবেশি মো. সাইফুল ইসলাম জানান, গত ৬ মাস পূর্বে সন্ধ্যায় নশংকর সড়কের পাশে বন্ধুদের সাথে বসে মোবাইল টিপছিলো সাগর। এমন সময় হঠাৎ করে একটি শিয়াল তার গালে ও হাতে কামড় দেয়। এরপর উপস্থিত সকলে মিলে সাগর কে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসে৷ প্রথম কয়েকদিন চিকিৎসা নিলেও এক সময় শারীরিক অবস্থা উন্নতি ভেবে পরবর্তীতে আর চিকিৎসা নেয়নি।

তিনি আরও জানান, গতকাল সোমবার রাতে হঠাৎ করে সাগর অসুস্থবোধ করে এবং দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি পৌছালে সাগরের মৃত্যু হয়।

এ বিষয়ে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক বলেন, শিয়াল বা কুকুরে কামড় দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করা উচিত।