মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে শখের বশে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুইদিন ধলেশ্বরী নদীতে পাওয়া গেছে কৃষক আমজাদ হোসেন ঢালীর (৪৬) মরদেহ।
আজ রোববার দুপুর একটার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রাম সংলগ্ন রেলসেতুর নীচে নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।
মৃত আমজাদ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের প্রয়াত শহীদুল ইসলাম ঢালীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮ টার দিকে আমজাদ নৌকা নিয়ে মাছ ধরতে ধলেশ্বরী নদীতে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এতে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিহতের ভাই ও হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম বলেন, নিখোঁজ হওয়ার দুই দিন পর স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে খবর দেন। আমার ভাই কৃষিকাজ করতেন। সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। তার কোনো শত্রু ছিল না।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যেহেতু লাশটি নদীতে ভাসছিলো। তাই এ বিষয়টি নৌ-পুলিশের অধীন। এতে আমরা ফতুল্লার বক্তাবলী নৌ-ফাঁড়ির পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।