১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ২:৪৬
মুন্সিগঞ্জে র‍্যাব পরিচয়ে দুই প্রবাসীর ৩৬ লাখ টাকা লুটের অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরের র‍্যাব পরিচয়ে দুই সৌদি প্রবাসীকে অপহরণের পর ৩৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার দুজন হলেন- উপজেলার মান্দ্রা ভাগ্যকুল এলাকার জসিম শেখ ও রাঢ়ীখালের কবুতরখোলা এলাকার সুজন খান। তারা জানান, ঢাকা থেকে বালাসুরের উদ্দেশে নগর পরিবহনের একটি বাসে উঠেছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বাসটি শ্রীনগরের ফেরিঘাটে পৌঁছলে র‍্যাব পরিচয় দিয়ে একদল ব্যক্তি বাস থামিয়ে তাদের নামিয়ে নিয়ে যায়।

অপহরণকারীরা জসিম শেখের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার ও সুজন খান থেকে ১১ লাখ ৩০ হাজার টাকাসহ মোবাইল ফোনসেট নিয়ে যায়। পরে তাদের ঢাকার কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। সেখান থেকে তারা শ্রীনগর থানায় আসেন।

এ বিষয়ে র‍্যাব-১০-এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন বলেন, ‘র‍্যাব পরিচয়ে যারাই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে, তারা প্রকৃত র‍্যাব সদস্য নয়। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‍্যাব এরই মধ্যে গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে।’

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, ‘ভুক্তভোগী দুজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’