২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:৪৬
মুন্সিগঞ্জে মৌমাছির ভয়ে পালাতে গিয়ে স্কুলের দুই তলা থেকে পড়ে পা ভেঙেছে ছাত্রের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কাজের সময় মৌমাছির কামড়ে ভয়ে পালাতে গিয়ে জাহিদ (১০) নামের এক শিক্ষার্থীর পা ভেঙেছে। এসময় মৌমাছির কামড়ে আহত হয়েছেন আরও ৫ জন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বানিয়াল মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, দুপুরে মৌমাছির কামড়ে আক্রান্ত ৬জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জাহিদের এক পা ভাঙা ও আরেক পায়ে অসম্পূর্ণ ফ্র্যাকচার ধরা পড়ে। তাকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহত জাহিদের পিতা জহিরুল ইসলাম জানান, শিক্ষকের অনুরোধে আমার ছেলেসহ আরও প্রায় ১০ জন স্কুলের দ্বিতীয় তলায় উঠে। এসময় অসংখ্য মৌমাছি ছুটে আসতে থাকলে ভয়ে আমার ছেলে দুইতলা থেকে নিচে লাফ দেয়। এতে তার দুই পায়ে মারাত্মক আঘাত লাগে। এর মধ্যে এক পা ভেঙে গেছে।

এ ঘটনায় আহতরা সবাই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তারা হলেন- মাহফুজ (১০), মাহদী (১০), হাবিব (১১), ইউসুফ (১০), ও রিফাত  (১১)। তারা মুন্সিগঞ্জে জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিদ্যালয়ের শিক্ষক মো. রাসেল জানান, দুপুরে ক্লাসের ফাঁকে বিদ্যালয়ে একটি শিক্ষার্থীরা পরিষ্কার করছিল। এসময় কেউ একজন বিদ্যালয়ের দেওয়ালে থাকা মৌচাকে ঢিল ছুড়লে অসংখ্য মৌমাছি ছুটে এসে শিক্ষার্থীদের কামড় দেয়। এতে প্রায় দশ শিক্ষার্থী আহত হয়। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।