মুন্সিগঞ্জে মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতি, ৪৮ লাখ টাকার মালামাল লুট
মুন্সিগঞ্জ, ৪ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক দিনের ব্যবধানে আবারও সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এবার উপজেলার সাতকাহনিয়া গ্রামে বৃদ্ধ এক দম্পতির মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪৮ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামে ব্যবসায়ী আলম মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাড়ির মালিক ব্যবসায়ী আলম মিয়া বলেন, ‘ব্যবসায়ী কাজে আমরা দুই ভাই পরিবার নিয়ে ঢাকায় থাকি। সোমবার বিকালে আমরা দুই ভাই পরিবার নিয়ে ঢাকায় চলে আসি। বাসায় আমার বৃদ্ধ বাবা-মা ছিলো। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে ডাকাত দল জানালার গ্রিল কেটে আমাদের ঘরে ঢুকে। এ সময় তারা অস্ত্রের মুখে বাবা-মাকে জিম্মি করে ঘরে থাকা প্রায় তিন লক্ষ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী আলমের মিয়ার বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘রাত দুইটার দিকে গ্রিল কেটে যখন ডাকাতরা বাসায় ঢুকে, তখন আমার স্ত্রী বিষয়টি প্রথম খেয়াল করেন। বাসায় আমরা দুইজনই ছিলাম। প্রথমে ডাকাত দলের ৭ সদস্য বাসায় ঢুকে। পরে আরো ১৪-১৫জন ঢুকে। ডাকাত দলের সদস্যরা কয়টি ভাগে ভাগ হয়ে বিভিন্ন রুমে রুমে অবস্থান নেয়। পরবর্তী আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারি ও শোকেসের তালা খুলিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘এমন একটি খবর আমরাও পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত রোববার (২ নভেম্বর) দিবাগত রাতেও উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি দক্ষিণপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনার সদস্য ফজলুল হকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। একই কায়দায় জানলার গ্রিল কেটে বাসায় ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫৪ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

