২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:২৬
মুন্সিগঞ্জে মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় যুবতী উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অচেতন অবস্থায় এক যুবতীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এসময় তিনি অজ্ঞান ছিলেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরী চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। রাত ১১ টা পর্যন্ত তার পুরোপুরি জ্ঞান ফেরেনি।

আজ শুক্রবার দুপুরে মহাসড়কের পাশে ওই যুবতীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা প্রথমে বিষয়টি পুলিশকে জানানোর চেষ্টা করেন। পরে নিজেরাই নিয়ে যান গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

পরে তার সাথে থাকা জাতীয় পরিচয়পত্র সূত্রে তরুণীর নাম পরিচয় জানা যায়। উদ্ধারকৃত নুসরাত জাহান সাদিয়া (২১) ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়া গ্রামের শিকদার বাড়ীর মো. ফিরোজ হোসেনের মেয়ে।

তবে কিভাবে তিনি সেখানে এলেন, তার সঙ্গে কোনো দুর্ঘটনা বা অপরাধমূলক ঘটনা ঘটেছে কি না—তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, মেয়েটির পুরোপুরি জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।