১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ১০:০৭
মুন্সিগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রবাসীর স্ত্রী গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণপাইকশা গ্রামে গাছের সাথে হেলান দেয়া অবস্থায় মামুন কাজী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে মো. লাদেন কাজী বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় প্রবাসীর স্ত্রীসহ দুই জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি প্রবাসীর স্ত্রী নিপা আক্তারকে (৩২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকশা গ্রামের একটি বাড়িতে দুটি ঘরের মধ্যবর্তী আমগাছতলা থেকে ওই গ্রামেরই বাসিন্দা মামুন কাজীর (৭০) লাশ উদ্ধার করা হয়। এ সময় মামুন কাজীর লুঙ্গি কাছা দেওয়া এবং তার পাঞ্জাবি হাতের মুঠোবন্দি ছিল। পাঞ্জাবির পকেটে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এই হত্যা মামলায় দুইজনকে আসামি করা হয়। তাদের মধ্যে একজন একই গ্রামের বাসিন্দা নিপা আক্তার। মামলার তদন্তের সুবিধার্থে পুলিশ অপর আসামির নাম গোপন রেখেছেন।

পুলিশের বিশ্বস্ত একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত দুবাই প্রবাসীর স্ত্রী নিপা আক্তারের সঙ্গে আরেক জনের অনৈতিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের সঙ্গে মামুন কাজীও জড়িয়ে গেলে তা ত্রিমুখী অনৈতিক সম্পর্কে রুপ নেয়। মামুন কাজীর লাশটি নিপা আক্তারে ঘরের পেছন থেকে উদ্ধার হওয়ায় এই সন্দেহ আরও ঘনীভূত হয়।

নিপা আক্তারের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাউদিকান্দি গ্রামে। নিপা আক্তারের ১০ বছর ও ৩ বছরের দুই সন্তান নিয়ে ব্রাহ্মণপাইকশা গ্রামের বাবুল চৌধুরীর বাড়িতে বসবাস করেন। মামুন কাজীর বাড়ি নিপা আক্তারের ঘর থেকে প্রায় একশ গজ দূরে।

স্থানীয়রা জানায়, মামুন কাজী প্রায় সময়ই নিপা আক্তারের ঘরে যাতায়াত করতেন। বয়স্ক হওয়ায় কেউ সন্দেহ করেনি। তবে এখন নানা রকম কানাঘুষা চলছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মামুন কাজীর মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় নিপা আক্তার নামে একজন আসামিকে গ্রেপ্তার করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’