মুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর ফুলদী গ্রামে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত সাগর মিয়া (৩০) গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামের আজিবর প্রধানের ছেলে।
স্বজনরা জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সাগর নির্মাণাধীন ভবনের মোটর থেকে পানি দেওয়ার সময় অসতর্কভাবে বৈদ্যুতিক তার স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়।
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.আব্দুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এমন একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে এসআই বিল্লাল হোসেনকে পাঠানো হয়েছে।