১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৩:৪৯
মুন্সিগঞ্জে বাসা থেকে বের হয়ে বৃদ্ধ নিখোঁজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকার চকবাজার থেকে মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় আসার পথে মো. মহিউদ্দিন (৮০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গি, সাদা পাঞ্জাবি ও মাথায় সাদা টুপি।

দীর্ঘদিন ধরে তিনি অ্যাজমার সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি সহজেই ভুলে যান সবকিছু।

আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন পরিবার।

যদি কেউ তার খোঁজ পান তবে অনুগ্রহ করে এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবার থেকে অনুরোধ করা হয়েছে— ০১৯১৩০৮৪৪৪৯।