১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ১০:২৩
মুন্সিগঞ্জে বাসা থেকে বেরিয়ে ৫দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্রী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বাসা থেকে বেরিয়ে ৫দিন ধরে নিখোঁজ রয়েছে অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী সামিয়া আক্তার (১৫)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। তাদের ধারণা, পড়ালেখায় চাপ সৃষ্টি করায় অভিমানে স্বেচ্ছায় নিখোঁজ রয়েছে সে।

ডায়েরি সূত্রে জানা যায়, নিখোঁজ সামিয়া টংগিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। গত ২৫ আগস্ট সকাল ৯টায় উপজেলার রব নগরকান্দী এলাকায় নিজ বসত বাড়ী থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয় সে। পরবর্তীতে যথাসময়ে বাড়িতে ফেরত না আসায় পরিবারের সদস্যরা তাকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজা-খুজি করে। খোঁজা-খুঁজির মধ্যে মেয়ের বাবা আব্দুল বারেক জানতে পারেন যে, তার স্ত্রী নার্গিস পারভীন মেয়েকে পড়া-লেখার জন্য চাপ সৃষ্টি করে।

এতে ধারণা হয় যে, মেয়ে তার মায়ের সাথে অভিমান করে বা অন্য কোন কারনে কোথাও চলে গেছে।

মেয়েটিকে কোথাও দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে- ০১৭২১৪৫৭৬৬১